DUDC কর্জে হাসানা প্রজেক্টে আপনাকে স্বাগতম!

 

আসসালামু আলাইকুম, “কর্জে হাসানা” ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের (DUDC) উদ্যোগে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত সুদবিহীন ইসলামি আর্থিক প্ল্যাটফর্ম। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসলামী আর্থিক সহায়তা প্রদানের জন্য নিবেদিত।

কোরআনে 

আল্লাহ বলেন,

“যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি তা তোমাদের জন্য দ্বিগুন করে দিবেন এবং তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ গুণগ্রাহী, পরম ধৈর্যশীল” (কুরআন ৬৪ঃ১৭)

“আল্লাহকে ঋণ দাও উত্তম ঋণ। তোমরা যা কিছু কল্যাণ নিজেদের জন্য আগে পাঠাবে, তা আল্লাহর নিকট (সঞ্চিত) পাবে, তাই উত্তম এবং পুরস্কার হিসেবে খুব বড়” (কুরআন ৭৩ঃ২০)

তোমরা যা ভালবাস তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনই কল্যাণ লাভ করতে পারবেনা; এবং তোমরা যা কিছুই ব্যয় কর, আল্লাহ তা জ্ঞাত আছেন” (কুরআন ৩ঃ৯২)

 

কে আছে যে আল্লাহকে দিবে উত্তম ঋণ? তাহলে তিনি বহু গুণে একে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে মহা পুরস্কার।(কুরআন ৫৭ঃ১১)

কর্জে হাসানা ফান্ড থেকে যেসব ক্ষেত্রে সহযোগিতা করা হয়।

শিক্ষা সহায়তা

আমরা পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ফি, ডাইনিং ফী ইত্যাদি প্রদান করতে অক্ষম শিক্ষার্থীদের জন্য কার্জে হাসানা(সুদমুক্ত ঋণ) প্রদান করি।

স্বনির্ভর ফান্ড

যারা স্বাবলম্বী হতে চান বা ইতিমধ্যে এটি করার জন্য পদক্ষেপ নিচ্ছেন তাদের আর্থিক সহায়তার প্রয়োজন হতে পারে। আমরা তাদের কারজে হাসানা(সুদমুক্ত ঋণ) অফার করি।

চিকিৎসা সহায়তা

কেউ যদি দূর্ঘটনায় সম্মুখীন হয় অথবা জরুরী চিকিৎসা সহায়তা প্রয়োজন পড়ে , আমরা তাকে কর্জে হাসানা(সুদমুক্ত ঋণ) প্রদান করি।

আমাদের সাথে যুক্ত হউন একমাত্র আল্লাহর জন্য। এখানে অনুদান, সেচ্ছাসেবা, সুন্দর পরামর্শ দিয়ে সহযোগিতা করুন।

Loading...