কর্জে হাসানা(সুদমুক্ত ঋণ) এর আবেদন
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
আপনি যদি কারজে হাসানা ফান্ডের সদস্য হন তবে আপনি প্রয়োজনে সুদমুক্ত ঋণের জন্য আবেদন করতে পারেন। আবেদন করতে
১। আপনাকে অবশ্যই কর্জে হাসানার ভেরিফাইড মেম্বার হতে হবে।
২। কোরআন অনুযায়ী ২ জন পুরুষ অথবা একজন পুরুষ ও ২ জন নারী সাক্ষী রাখতে হবে।
৩। সাক্ষীদের অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।
তাই আবেদন এর পূর্বে সাক্ষীদের সাথে কথা বলে নিবেন।
“তোমাদের মধ্যে সেই সর্বোৎকৃষ্ট, যে ঋণ পরিশোধের বেলায় উত্তম।” (সহিহ বুখারী, হাদিস নং ২৩০৬)
হাদিসের মান: সহিহ হাদিস
আমাদের সাথে যুক্ত হউন একমাত্র আল্লাহর জন্য। এখানে অনুদান, সেচ্ছাসেবা, সুন্দর পরামর্শ দিয়ে সহযোগিতা করুন।
ইমেইল: duislamiclibrary@gmail.com