DUDC কর্জে হাসানা সম্পর্কে
আলহামদুলিল্লাহ, “কর্জে হাসানা” ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের (DUDC) উদ্যোগে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত সুদবিহীন ইসলামি অার্থিক প্ল্যাটফর্ম। DUDC ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা গঠিত, যারা মুসলিম শিক্ষার্থীদের মধ্যে ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে নিবেদিত। কর্জে হাসানা ক্বুর’আনে বর্ণিত একটি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর একটি হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সুন্নাহ যা অভাবগ্রস্তদেরকে সুদ মুক্ত ঋণ সুবিধা প্রদান করে।
“যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।”(সূরা বাকারা :২৬১)
ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের (DUDC) দ্বারা পরিচালিত
সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত সুদবিহীন ইসলামি আর্থিক প্ল্যাটফর্ম।
আমাদের মিশন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কর্জে হাসানা (সুদমুক্ত ঋণ) সহজলভ্য করা। সুদের বোঝা দূর করা।
আমাদের ভিশন
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে সুদমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা।
আমাদের গল্প
“DUDC কর্জে হাসানা” ঢাবির অগ্রজ ও অনুজদের একটি সম্মিলিত প্লাটফর্ম যারা দু’চোখ ভরে স্বপ্ন বুনে একটি সুদ বিহীন সমাজব্যবস্থা গড়ার। যাদের হৃদয়ে লালিত হয় উত্তম দীন মানার তামান্না। সেই কাঙ্ক্ষিত তামান্নার বাস্তবতার রূপ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই যাত্রায় আমরা আপনাকে দু’হাত বাড়িয়ে আহবান করছি।
আমাদের পথচলা!
মুসলিম হিসেবে আমাদের কর্তব্য আমাদের অভাবগ্রস্ত ভাই-বোনদের সাহায্য করা। দুর্ভাগ্যবশত, এই যুগে সুদ ছাড়া ঋণ পাওয়া অসম্ভব, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এর ফলে আমাদের অনেক ভাই-বোনেরা পিছিয়ে যাচ্ছে।
এজন্যই আমরা DUDC কর্জে হাসানা ফান্ড তৈরি করেছি, যাতে যাদের প্রয়োজন তারা যেন খুব সহজে সুদমুক্ত ঋণ পেতে পারে। এই তহবিলের মাধ্যমে আমরা আমাদের ভাই-বোনদের সাহায্য করতে পারি যারা আর্থিকভাবে সংগ্রাম করছে এবং নিশ্চিত করতে পারে যে তারা ইসলামের শিক্ষা অনুযায়ী তাদের জীবনযাপন করতে পারে।
আমরা কতটুকু সাহায্য করব?
যেহেতু আমাদের DUDC কারজে হাসানা ফান্ড এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই আমরা খুব অল্প সহায়তা প্রদান করতে সক্ষম। যাইহোক, আমরা আমাদের সদস্যদের প্রয়োজনে ৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত কর্জে হাসানা(সুদমুক্ত ঋণ) প্রদান করছি। আল্লাহ আমাদের সকলকে তাঁর রহমত ও ক্ষমা করুন।
কারা আমাদের সহায়তা পেতে পারে?
যেহেতু আমাদের কার্জে হাসানা ফান্ড প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই আমরা বর্তমানে শুধুমাত্র নিবন্ধিত সদস্যদের কর্জে হাসানা(সুদমুক্ত ঋণ) প্রদান করছি। আমরা অদূর ভবিষ্যতে DUDC কর্জে হাসানা আরও বেশি মানুষের কাছে আমাদের সেবা সম্প্রসারণের অপেক্ষায় রয়েছি।
কর্জে হাসানা ফান্ড থেকে যেসব ক্ষেত্রে সহযোগিতা করা হয়।
শিক্ষা সহায়তা
আমরা পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ফি, ডাইনিং ফী ইত্যাদি প্রদান করতে অক্ষম শিক্ষার্থীদের জন্য কার্জে হাসানা(সুদমুক্ত ঋণ) প্রদান করি।
স্বনির্ভর ফান্ড
যারা স্বাবলম্বী হতে চান বা ইতিমধ্যে এটি করার জন্য পদক্ষেপ নিচ্ছেন তাদের আর্থিক সহায়তার প্রয়োজন হতে পারে। আমরা তাদের কারজে হাসানা(সুদমুক্ত ঋণ) অফার করি।
চিকিৎসা সহায়তা
কেউ যদি দূর্ঘটনায় সম্মুখীন হয় অথবা জরুরী চিকিৎসা সহায়তা প্রয়োজন পড়ে , আমরা তাকে কর্জে হাসানা(সুদমুক্ত ঋণ) প্রদান করি।
আমাদের সাথে যুক্ত হউন একমাত্র আল্লাহর জন্য। এখানে অনুদান, সেচ্ছাসেবা, সুন্দর পরামর্শ দিয়ে সহযোগিতা করুন।
ইমেইল: duislamiclibrary@gmail.com